নুন্যতম এসএসসি পাশে ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
US-Bangla Airlines Job Circular 2024. We are looking for dynamic and motivated individuals to join our team. The ideal candidates will contribute to the growth and success of US-Bangla Airlines by upholding our standards of excellence and dedication to service.
About US-Bangla Airlines:
US-Bangla Airlines is a leading airline in Bangladesh, renowned for its commitment to safety, customer service, and operational excellence. We pride ourselves on providing top-notch service and convenience to our passengers, with a vision to expand our reach both domestically and internationally.
Position: জি.এস.ই. অপারেটর
Location: Anywhere in Bangladesh
Application Deadline: 15 June 2024
Education
প্রার্থীর নুন্যতম এসএসসি পাশ ।
Experience
- At least 5 years
Additional Requirements
- Age at most 40 years
প্রার্থীদের অবশ্যই বি. আর. টি. এ. থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
কমপক্ষে ০৫ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
জি.এস.ই. অপারেটর হিসেবে যে কোন এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
সশস্ত্র বাহিনী হতে অবসর প্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিল যোগ্য।
নির্মাণ ও উন্নয়ন কাজে ব্যবহৃত যানবাহন পরিচালনার কাজে নিয়োজিত প্রার্থীদের বয়স শিথিল যোগ্য।
অবশ্যই জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট থাকতে হবে।
প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান/কাউনসিলর হতে প্রাপ্ত নাগরিকত্ব সনদ থাকতে হবে।
চোখের দৃষ্টি সাভাবিক হতে হবে।
উচ্চতা নুন্যতম ৫'৪" (১৬২.৫৬ সেন্টিমিটার)।
পাওয়ারের চশমা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস থাকলে প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে না।
Responsibilities & Context
দেশের সর্ববৃহৎ বেসরকারী বিমান প্রতিষ্ঠান ”ইউ-এস বাংলা এয়ারলাইন্সে” “জি.এস.ই. অপারেটর” পদে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেয়া হবে। এ পদের জন্য আমরা দক্ষ কর্মী খুঁজছি যাদের ভাড়ী যানবাহন যেমন, পুশ ট্রাক্টর, গারডার, লোডার, ক্রেইন, ফর্কলিফট, হাই লিফট, ইত্যাদি পরিচালনা করার অভিজ্ঞতা আছে। প্রার্থীদের যোগ্যতা নিম্নে উল্লেখ করা হল।
Compensation & Other Benefits
ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে ।
উৎসব ভাতা ও অন্যান্যঃ কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে ।
চিকিৎসা বীমার সুবিধা।
Employment Status
Full Time
Job Location
Anywhere in Bangladesh
Read Before Apply
আবেদনের নিয়মাবলীঃ
সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ আপডেটেড সিভি/জীবন বৃত্তান্ত
জাতীয় পরিচয়পত্রের উভয় দিকের ছবি
অরিজনাল ড্রাইভিং লাইসেন্সের সামনের ছবি
অরিজনাল ড্রাইভিং লাইসেন্সের পিছনের ছবি
অরিজনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে ডেলিভারি স্লিপ এর ছবি
শিক্ষাগত যোগ্যতা সনদের ছবি
পূর্ববতি কাজের অভিজ্ঞতার সনদ/এক্সপেরিয়েন্স সারটিফিকেটের ছবি যদি থাকে
উপোরক্ত সব কাগজ পত্রের স্ক্যান করা ছবি পিডিএফ (PDF) করে প্রদত্ত লিংকে যেয়ে জমা দিতে হবে। আবেদন করার শেষ তারিখ ১৫ই জুন, ২০২৪।
https://forms.gle/wDDFX3WsPRyqb3JZA
বিঃ দ্রঃ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগের ক্ষেত্রে কোন পর্যায়েই কাউকে কোন ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয়না। চাকুরী প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার এর জন্য ডাকা হবে।যেকোনো ধরনের সুপারিশ/রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।